পঞ্চানন ঘোষাল,কলকাতা-৪ ঠা সেপ্টেম্বর:
ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হলো রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে। মঞ্চে উপস্থিত প্রধান অতিথি ড:সায়ন্তন ভাদুড়ি ক্লাবের সভাপতি প্রান্তিক সেন সম্পাদক ইমন কল্যাণ সেন সহ-সম্পাদক সঞ্জয় হাজরা অভিজিৎ ভট্টাচার্য কোষাধক্ষ্য শ্রীমতি সাধনা দাস বোস। মঞ্চ আলোকিত করেন। পাঁচটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক উত্তর ছাত্র-ছাত্রীদের রুপোর পদক দিয়ে সম্মানিত ও উৎসাহিত করা হয়।শ্রেয়া মন্ডল কলকাতা বিশ্ববিদ্যালয়, অনেক দত্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়,রোহিনী রায় চৌধুরী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বর্ণালী কুন্ডু পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় বারাসাত, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সায়নী দাস ও অ্যাথলিট মোহর মুখার্জী। সম্মাননা জানানো হয় প্রবীণ সাংবাদিক রমেন্দ্র লাল রায় তিনি দক্ষিণারঞ্জন বসু স্মৃতি পুরস্কারে ভূষিত হন। এছাড়া ক্লাবের সদস্যদের পুত্র এবং কন্যা ও নাতি-নাতনিদের যারা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কৃতি ও উচ্চ মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় কৃতি তাদের সম্মানিত ও আরো এগিয়ে যাওয়ার ক্ষেত্রে উৎসাহিত করা হয়। মাধ্যমিকের ক্ষেত্রে তরুণ সাংবাদিক বসু স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রথিতযশা সাংবাদিক এবং দীর্ঘদিনের ক্লাব সভাপতি হিমাংশু চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী সমদিপ্তা মুখার্জির একক অনুষ্ঠান অসাধারণ সুরের মায়াজাল তৈরি করেন শিল্পী সমদীপ্ত মুখার্জি ৮থেকে ৮০ প্রত্যেকেরই মন জয় করতে পেরেছেন। সংগীত পরিবেশনা সত্যিই অনবদ্য।